সাদেকুল ইসলাম সুবেল বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে পৌর ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দেশের বন্যা দূর্গত এলাকায় সহায়তার এই অর্থ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
১সেপ্টেম্বর (রবিবার) দিনব্যাপী বিরলে চলে এই সহায়তা কার্যক্রম বিকালে বিরল পৌরশহরের (বকুল তোলা) মোড়ে দেখা যায় "মানুষ মানুষের জন্য" বন্যা দুর্গতের সাহায্যের জন্য এগিয়ে আসুন এমনি লিখা গায়ে একটি বক্স নিয়ে দাড়িয়ে সহযোগিতা সংগ্রহ করে পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ কার্যক্রম পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, শাহ আলম (সাবেক মেম্বার)সহ অন্যান্য নেতৃবৃন্দ।