সৈয়দ সময় , নেত্রকোনা:
বাংলাদেশ ল্যান্ড অফিসার্স এসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনামূল হক পলাশকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে মহাসচিব ঘোষণা করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে হোটেল প্রীতম ইনে এ সভা অনুষ্ঠিত হয়।
এনামূল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আব্দুল্লাহ আল মামুন।
সভায় বক্তারা পেশাজীবী সংগঠন থেকে দালাল নেতৃত্ব উচ্ছেদের মাধ্যমে সাধারণ সদস্যদের সংগঠনের মুখপাত্র হয়ে উঠার আহবান জানান।
এ ছাড়া ভূমি ব্যবস্থাপনা সংস্কার, সঠিক সময়ে পদোন্নতি ও নিয়োগের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় এনামূল হক পলাশকে সভাপতি, মো. জাহিদুল আলমকে সিনিয়র সহসভাপতি, আব্দুল্লাহ আল মামুনকে মহাসচিব এবং মো. হারুন অর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ল্যান্ড অফিসার্স এসোসিয়েশনের পরবর্তী এক বছরের জন্য একান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।