আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
২৮ ডিসেম্বর-২০২৪ রোজ শনিবার দিনব্যাপী বরিশালের ঐতিহ্যবাহি “সেডোনা হোটেলে” দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দমুখর পরিবেশে পালন করা হয়।
আনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন বাচ্চু, প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মো. জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক গবেষক মু: আল আমীন বাকলাই, দক্ষিন বঙ্গ সাহিত্যে পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহীন ভূঁইয়া, কবি ও গবেষক বুলু রহমান ও কবি শফিক আমিন।
অনুষ্ঠানে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার শতাধিক কবি সাহিত্যিক লেখক গবেষক অংশ গ্রহন করেন। কবি সাহিত্যিকরা বলেন কবিদের কোনো রাজনৈতিক দল নাই, ভেদাভেদ নাই। আমরা সমাজের দর্পণ।
দেশ ও জাতির জন্য লিখে থাকি। আমরা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কলম ধরি। দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ এর ব্যানারে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দক্ষিণ বঙ্গের কবি সুফিয়া কামাল, কবি কামিনী রায়, কবি জীবনানন্দ দাশ, কবি আসাদ চৌধুরী , মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, শেরেবাংলা একে ফজলুল হক, কবি কুসুম কুমারী দাস প্রমুখকদের স্মরণ করা হয়।
দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের অনুষ্ঠানে ঝালকাঠি জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কবি মু: আল আমীন বাকলাই, কবি মাহমুদা খানম, কবি শাহানাজ আক্তার, কবি শাহানা আক্তার মিলা, কবি জিল্লুর রহমান, কবি ইজাজ আহমেদ রিপন, আবৃত্তি শিল্পী জেছমিন বানু বন্যা, কবি হৈমন্তী শুক্লা ওঝা, কবি রিয়াজ আহসান, কবি সাইফুল ইসলাম ও কবি শিমুল সুলতানা হেপি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি জিল্লুর রহমান, কবি হৈমন্তী শুক্লা ওঝা, কবি শিমুল সুলতানা হেপি। সকাল ৯ টায় বাঁশিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত আলোচনা, আবৃত্তি, গান ও দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন এর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
You must be logged in to post a comment.