ফেনী প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদার জিয়ার সুস্থতা কামনায় ও ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক ফেনীর সন্তান এম এ তাহের এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রাতে ফেনী মিড টাউন কনভেনশন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু।
জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী
সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,পৌর বিএনপি আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন,আন্দোলনের সূতিকাগার এ ফেনী। ফেনী জেলা বিএনপি আন্দোলন সংগ্রামে সবসময় এগিয়ে ছিল। আমরা আগামীর নির্বাচনে বিজয়ী হতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
শেখ ফরিদ বাহার ও আলাল উদ্দিন আলালের প্রশংসা করে তিনি বলেন,রাজনীতি তে এ দুই নেতা ফেনীকে অতীতের যেকোন সময়ের চাইতে অধিক ঐক্যবদ্ধ করেছে।তাদের সংগ্রাম ও নেতৃত্বের কারনে আমরা ফেনীতে আন্দোলনে সফলতা লাভ করতে পেরেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দিকনির্দেশনায় আগামীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।।
You must be logged in to post a comment.