জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা বিএনপি'র নিস্কিয় নেতা আব্দুল গফুর ও জেলা ছাত্রদলের বহিস্কৃত নেতা সন্ত্রাসী শামীম কর্তৃক বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার বেলা ৪ টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে টিএন্ডটি পাড়া এলাকায় উপজেলা বিএনপির সভাপতির বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জনাকীর্ণ সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা বিএনপি অফিসে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আলোচনা সভা শেষ করে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটের দানেজপুর বাসায় নেতাকর্মী সহ দুপুরে খাবার শেষে চাতালের পার্শ্বে মসজিদে নিকটে আসলে।
জেলা বিএনপির নিস্কিয় সদস্য আঃ গফুর ও জেলা ছাত্র দলের বহিস্কৃত নেতা সন্ত্রাসী শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র হাসুয়া,কিরিচ, লোহার রড, লাঠিশোঠা, আগ্নেয়াস্ত্র নিয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালান। এ সময়ে অসংখ্য নেতাকর্মী আহত হন। এতে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে।
প্রশাসন সহ দলীয় ভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন।