দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আয়োজনে পবিপ্রবি আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল বিষয় ছিলো “মেটাহিউরিস্টিক কি করতে পারে।”
বৃহস্পতিবার (৭ নভেম্বর, ২০২৪) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. মোঃ আব্দুল মাসুদ এর সঞ্চালনায় ও একই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিসিএস) সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. সোহেল রহমান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন সহ পবিপ্রবি'র শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মেটাহিউরিস্টিক বিষয়ে বক্তারা বিভিন্ন দিক আলোচনা করেন এবং এটি কিভাবে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।