দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র ক্যারিয়ার ক্লাব এর আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সহযোগিতায় ৪ এবং ৫ অক্টোবর দুই দিনব্যাপী সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দিনে (শনিবার)বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা পাদদেশের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ভাইস- চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর মো: আবুল বাশার খান, সিএসই অনুষদের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর জামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম টিটো এবং এলএলএ অনুষদের সহযোগী অধ্যাপক মো: আব্দুল রহিম।
প্রতিযোগিতা শেষে ভাইস চ্যান্সেলর বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজয়ী হয়েছেন বিএএম অনুষদের শিক্ষার্থীরা এবং রানারআপ হয়েছেন এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা। মুক্ত বাংলার পাদদেশে উন্মুক্ত মঞ্চে জমজমাট ও আর্কষনীয় সংসদীয় বির্তকে শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, সৎ, যুক্তি নির্ভর, বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে বিতর্ক চর্চার বিকল্প নেই। বিতর্ক চর্চার মাধ্যমে আমরা একে অপরের প্রতি পরমত সহিষ্ণ, ভ্রাতিত্ববোধ এবং পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তৈরি করতে সাহায্য করে। বিতর্ক সুন্দর করে কথা বলতে শেখায়, কথা বলার আর্ট তৈরি করে এবং নানান বিষয়ে প্রচুর পড়াশোনা করতে হয়, যা শিক্ষার্থীদের জ্ঞানী ও গুণী মানুষ হিসেবে তৈরি করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।