পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
পটিয়ার দক্ষিণ গৌবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এর ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী কবির আহমদ মাষ্টার।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ দিদারুল আলম। প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিরিন আকতার, জগন্নাথ চন্দ, স্থানীয় অভিভাবক মোহাম্মদ আজিজ, সাইফুদ্দিন, জামসেদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ দিদারুল আলমের অর্থায়নে ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো.দিদারুল আলম বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা বিকাশে যুগপোযোগী শিক্ষার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অগ্রাণী ভূমিকা পালন অত্যাবশ্যকীয়।
You must be logged in to post a comment.