সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ থেকে ১৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. মঞ্জু তালুকদার (৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মঞ্জু তালুকদার পূর্বধলা উপজেলার জুলশুকা গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পূর্বধলার শ্যামগঞ্জে অভিযান চালায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১৪ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ মঞ্জু তালুকদারকে আটক করা হয়।
মেজর নাজমুজ সাকিব জানান, আটক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে যে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের ভয়াবহ বিস্তার প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।