রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
Headline
ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ দিনাজপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরআওয়ামী লীগ দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে তীব্র শীতে কাঁপছে নিন্মশ্রেণীর মানুষ পটিয়ায় নিউরণ হসপিটাল উদ্বোধনে আবুল বশর-মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে ২১ কোটি টাকার কাজে অনিয়মের রাসিকে দুদকের অভিযান বাঘায় তফসিলভুক্ত জমি জবরদখল ও আম বাগান কর্তনের অভিযোগ সাতকানিয়ায় রেহেনা বেগম নামের ১নারীকে মারধরের দায়ে থানায় অভিযোগ ৪৩তম বিসিএসে বাদ পড়াদের ৫ জানুয়ারির মধ্যে গেজেটভুক্ত করার দাবি পটিয়া শিল্পবাড়ি চারুকলাএকাডেমির পরিক্ষা সম্পন্নসংস্কৃতি এবং ঐতিহ্য যাতেপ্রতিটি ছেলে মেয়ের মাঝেঅটুট থাকে ঝালকাঠির রাজাপুরে শীতার্তের মাঝে কম্বল বিতরন

নেত্রকোণায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলো এআরএফবি

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

সৈয়দ সময় , নেত্রকোনা :

নেত্রকোণা জেলায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সমাজসেবা অধিদপ্তরের বিশেষ সম্মাননা পেয়েছে জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।

নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান কে এই সম্মাননা স্মারক তুলে দেন।

নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় সমাজসেবা কমপ্লেক্সে নেত্রকোণা জেলা সমাজ সেবা কার্যালয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জেলার তিনটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।

এআরএফবি ছাড়াও জেলার স্বাবলম্বী উন্নয়ন সমিতি, সোসিও-ইকোনমিক এন্ড রুরাল এ্যাডজাস্টমেন্ট এসোসিয়েশন (সেরা) এই পদক পেয়েছে।

এছাড়াও স্বাবলম্বী উন্নয়ন সমিতির পক্ষে সমিতিটির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল ও সেরার পক্ষে নির্বাহী পরিচালক এস,এম মুজিবুর রহমান এই পদক গ্রহণ করেন।

এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা অফিসার মোঃ মহিবুল্লাহ্ হক এর সঞ্চালনায় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন- অর-রশিদ। অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়েতে ইসলামির সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক শেখ হাসনাত জনি, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, এ আর এফ বি’র চেয়ারম্যান দিলওয়ার খান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরন করা হয়।

আলোচনা সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপত্তায় সমাজ সেবার পাশাপাশি অভিভাবকদের আরো বেশী করে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর