রফিকুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের নান্দাইলে আনন্দগণ পরিবেশে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ মার্চ সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দেশ রূপান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও নান্দাইল প্রেসক্লাবের অর্থ-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু নাঈম ভূইয়া ফারুক।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দীন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল হক আকন্দ, এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ওয়াহিদুল ইসলাম কনক,সাংবাদিক শামসুজ্জামান বাবুল প্রমুখ বিশিষ্ট ব্যাবসায়ী আমিনুল ইসলাম খায়েস। বক্তারা রূপায়ণ গ্রুপ ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করেন। এসময় উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, লেখক,ব্যাবসায়ী সহ রাজনৈতীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.