মো: জাকারিয়া :
১২ডিসেম্বর আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে “সরকারের উপর নাগরিকদের স্বাস্থ্য নির্ভরশীল” এ প্রতিপাদ্যে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস-২০২৪ এবং প্রবীনদের, স্বাস্থ্য অধিকার নিয়ে আইএসআইজিওপি(ISIGOP) প্রোজেক্ট এর আওতায় ১২ টি সংগঠনের ১৫০ জন সদস্যবৃন্দ নিয়ে নরসিংদী সদর সাব ডিষ্ট্রিক কোর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এক বর্নাঢ্য র্যালী করা হয়।
র্যালীটি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) অফিস কার্যালয় থেকে বের হয়ে পাঁচদোনা চত্তর প্রদক্ষিন করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনায় বক্তরা বলেন, সরকারের উপর নাগরিকের স্বাস্থ্য নিভরশীল' এবং প্রবীণদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা নিয়ে জোর দাবী জানান। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন এবং সকল পেশার প্রবীণদের সরকারী স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহজলভ্যতার আহবান করেন।
বয়স্কদের ভাতার পরিমান আর বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। এসময় র্যালীতে আমদিয়া ইউনিয়ন(ISIGOP) সভাপতি শামীম আহসান দেলু, মহিষাশুড়া ইউনিয়ন (ISIGOP) জিএম মতিউর রহমান, পাচঁদোনা ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, রিক এরিয়া ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, রিক মাইক্রোফিন্যান্স আ: হালিম, মনিটরিটিং ফেসিলেটর(ISIGOP) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি সহ রিক এর বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা থেকে প্রবীণদের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সেবার অধিকার বাস্তবায়নে ১৪টি দাবী জানানো হয়,