ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানার্জন, নিরাপদ সড়কের লক্ষেই স্পিড ব্রেকারের দাবিতে এবার শিক্ষার্থীরা মানববন্ধনসহ সড়ক অবরোধ করে।
৩০ নভেম্বর সকাল এগারটার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর নাদেরু জ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধনসহ সড়ক অব রোধ করেন বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীরা। এসময় সড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় অনেকে হতা হতের শিকারও হয়ছেন। তারপরেও নিরাপদ সড়কের লক্ষ্যে স্পিড ব্রেকার বসানো হয়নি। এতে করে শিক্ষার্থী,সাধারণ মানুষও অভিভাবক মহল চরম হতাশ হয়ে পড়েন। এই মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। দুই শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত শিক্ষাঙ্গনে আসা যাওয়া করে থাকেন ঝুঁকি নিয়ে।
সড়কের একপাশে প্রতিষ্ঠান। এই মহাসড়ক প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে চরম আতঙ্ক নিয়ে। গ্রামীণ জনপদের বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রছাত্রীরা সড়কের একপাশ পার হয়ে তাদের প্রতিষ্ঠানে আসতে নানান টেনশনে থাকেন। সেসাথে স্থানীয় লোকজন রাও একই অবস্থায়। স্কুলের পাশ ঘেঁষে দূর পাল্লার যানবাহনসহ হরেক রকম গাড়ির চলাচল দ্বিগুন আকারে বেড়ে গেছে।
যার ফলে, রাস্তা পারাপার করতে গিয়ে ভয় আর আতঙ্ক কাজ করে শিক্ষার্থীদের মাঝে।
সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের দাবী, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই দুর্ঘটনা থেকে রক্ষাকল্পে বিদ্যালয় পার্শ্ববর্তী মহাসড়কে স্পীড ব্রেকার বাস্তবায়ন চাই।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পিড ব্রেকারের দাবীতে মানববন্ধনের সত্যতা নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক রমিজ আহমদ। তিনি আরো জানান,মহাসড়ক অবরোধের খবরে ছুটে আসেন জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তারা।শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে স্পিডব্রেকার ও সাইনবোড বসানোর আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তারা।