বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
Headline
Headline
নলবিনিয়া সড়কের কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী পটিয়ার থানামহিরা আগুনে পুড়ে যাওয়া ৭ বসতঘরে সমাজ সেবক দিদারুল এর সহায়তা  চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টিরউদ্যাগে ৩৯তম প্রতিষ্টাবার্ষিকী পালন রাজাপুরে ইউসুফ মুন্সির মৃত্যুতে এলাকাবাসীর শোক প্রকাশ গাজীপুরে মেয়াদ উত্তীর্ণ আর নোংরা পণ্য তৈরি করছে ড্যান্ডি বেকারি রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনায় ৩ তরুণের প্রাণ ঝরল চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টিরউদ্যাগে ৩৯তম প্রতিষ্টাবার্ষিকী পালন নতুন বছরের শুভেচ্ছা জাহান হক ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী মাজহারুল হক রিগানের ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীনেত্রকোনায় নানা আয়োজনে পালিত পূর্বধলায় চিকিৎসকের ভুল চিকিৎসায় ৮ ছাগলের মৃত্যুর অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে তারুন্যের উৎসব-২০২৫ উদ্বোধন

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় র‍্যালী ও ১০:৩০ মিনিটে বেলুন উড়িয়ে এ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগন,বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।এছাড়াও এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সেলিম তালুকদারের মাতা এবং আহতরা সহ অন্যান্য শিক্ষার্থী প্রতিনিধিগন।


আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীন। জুলাই আন্দোলনে আহত নলছিটির দুই তরুন বেলাল হোসেন এবং মো:আবু মুসা তাদের বক্তব্যে জুলাই গন অভ্যূত্থানে আহতদের চিকিৎসায় অবহেলার কথা উল্লেখ করে সরকারের প্রতি আহবান জানান যাতে সরকার আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে অধিক গুরুত্ব প্রদান করেন।

এছাড়াও তরুনদের সচেতনতা বাড়িয়ে মাদক নির্মুলেও কঠোর হবার আহবান জানান।
জুলাই গনহত্যার স্বীকার শহীদ সেলিম তালুকদারের মা বক্তব্যে কান্নায় ভেঙে পরেন। তিনি জানান ছেলের চিকিৎসায় প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাচাতে পারলেন না।এই টাকার প্রায় সবই ধারের টাকা ছিলো। এখন পাওনাদাররা সেই টাকার জন্যও চাপ দিচ্ছে।এসময় তিনি প্রশ্ন রাখেন, তার সন্তান দেশের জন্য জীবন দিলো, দেশ এখন তাকে কি দিচ্ছে।বৃদ্ধ বয়সেই বা কিভাবে চলবেন তারা।

সেজন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন তারা। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সাথী আক্তার, লিমা আক্তার প্রমুখ।
তারুণ্যের উৎসবকে অধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিবেচনায় এর সফলতায় সর্বোচ্চ চেষ্টা করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম। তিনি বলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ গুরুত্ব রয়েছে তরুনদের প্রতি। এই তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে দেশের তরুন সমাজ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা প্রেসক্লাব সভাপতি মো:মহসিন।


আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। এসময় সংগীত পরিবেশন করেন উপজেলার সাবেক জাসাস সভাপতি লিটু, শিশু শিল্পী তূর্য।দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর