জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ১১ জানুয়ারি সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসন জামালপুর কর্তৃক সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, চালাপাড়া, জামালপুর এর সভাকক্ষে "সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়" এবং "বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়" -এর ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইশরাকী ফাতেমা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জামালপুর; জনাব অজয় কুমার পাল, নির্বাহী সচিব, সুইড জামালপুর।