জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বারক ও অর্থ প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবক। সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশ গ্রহন করে ৯’জন শিক্ষার্থী মেধা তালিকায় উর্ত্তীণ হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী মেধা অন্বেষণ-২০২৪ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রবন্ধ লেখেন। পরবর্তীতে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী তাদের লেখা প্রবন্ধগুলো যাচায়-বাচায় অন্তে ৯’জন শিক্ষার্থীকে মেধাবী ঘোষনা করেন।