মীর জুবাইর আলম হবিগঞ্জ প্রতিনিধিঃ
আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া নৃশংস হত্যাকাণ্ডের ৬ বছর পূর্ণ হল, কিন্তু হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। বিগত ছয় বছর ধরে চুনারুঘাট আপামর জনতা ও উনার পরিবার, সন্তানেরা বিচারের জন্য চোখের পানি ফেলছেন, বিচার চাইতে চাইতে ক্লান্ত দিশেহারা অথচ" প্রতিনিয়ত কত বিচার উনার মাধ্যমে সমাপ্তি হয়েছে।
আকল মিয়ার মত একজন ন্যায়বিচারক ব্যক্তিকে যদি হত্যা করে হত্যাকারীরা পার পেয়ে যায়,, তাহলে সাধারণ মানুষ তাদের কাছে কিছুই না। চুনারুঘাটের সুশীল সমাজের ব্যাক্তির্গ বলেন বিগত ৬ বছরে অনেক হত্যার বিচার হয়েছে কিন্তুু চুনারুঘাটে আকল মিয়ার বিচার হচ্ছে না।
সাধারণ মানুষ বলেন প্রশাসন ইচ্ছা করলে অনেক আগেই বিচার সমাধান করা সম্ভব হত। প্রশাসনের অবহেলায় কারণে আকল মিয়ার হত্যার বিচার বছরে পর বছর পিছিয়ে যাচ্ছে। আমাদের জীবনের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য হলেও আকল মিয়ার হত্যাকারীদের আইনের আওতায় আনা দরকার। অন্যথায় এই চুনারুঘাটের প্রতিটা হত্যাকাণ্ডের জন্য দায়ী থাকবে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন।