মোঃ জুলফিকার আলী জুয়েলঃ
গতকাল সন্ধায় গাজীপুরের কোনাবাড়ীতে ইসলামীক শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে মোঃ হোসেন আলী- সভাপতি:বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের, গাজীপুর মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কবির হোসেন, (প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোনাবাড়ী থানা, মু: ফারদিন হাসান হাসিব,সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর মহানগর,আলহাজ¦
মোঃ সামসুল আলম (সাল্লু হাজী),
নয়া কমিটিতে যারা মনোনীত হলেন মোঃ সানোয়ার হোসেন (সভাপতি) মোঃ মোজাহিদুল ইসলাম (সিনিয়র সহ: সভাপতি) মোঃ কামাল হোসেন (সহ: সভাপতি) মোঃ শাহীন আলম (সাধারণ সম্পাদক) মোঃ তৈয়ব আলী (সহ: সাধারণ সম্পাদক) মোঃ অলিউল্লাহ (সহ: সাধারণ সম্পাদক) মোঃ আমজাদ হোসেন (সহ: সাধারণ সম্পাদক),মো আমির হোসেন (সহ: সাধারণ সম্পাদক),মোঃ ইলিয়াস হোসেন (সহ: সাধারণ সম্পাদক), মোছাঃ শাহীনুর (সহ: সাধারণ সম্পাদক [মহিলা]) মোঃ জিল্লুর রহমান, (সাংগঠনিক সম্পাদক), মোঃ বাবুল হোসেন (সহ: সাংগঠনিক সম্পাদক), মোঃ ওমর ফারুক (কোষাধ্যক্ষ),মোঃ মোতালিব হোসেন (দপ্তর সম্পাদক), মোঃ এমদাদুল হক (প্রচার সম্পাদক), মোঃ নাছরুল্লাহ (সহ: (প্রচার সম্পাদক) মোঃ মুজাহিদুল ইসলাম ট্রেড ইউনিয়ন সম্পাদক), মোঃ উমর ফারুক (শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক) মোঃ আমজাদ হোসেন ( পাঠাগার ও প্রকাশনা সম্পাদক), হাফেজ মাও: ইমরান হোসাইন (তারবিয়াত সম্পাদক) মোঃ সোহেল রানা (সাংস্কৃতিক সম্পাদক), মোঃ বেলাল হোসাইন (আইন আদালত সম্পাদক), মোঃ শাহ আলম (সাহায্য ও পূনর্বাসন সম্পাদক) মোঃ আব্দুল খালেক (সদস্য) মোঃ রফিকুল ইসলাম (সদস্য) মোঃ ইউসুফ আলী (সদস্য), মোঃ মাসুদ রানা (সদস্য), মোঃ হায়দার আলী (সদস্য), মোঃ ইব্রাহীম (সদস্য), মোঃ খাদেমুল ইসলাম (সদস্য), মোঃ ফরিদুল ইসলাম (সদস্য),মোঃ টিটু খাঁন (সদস্য), মোঃ আল- আমিন (সদস্য) মোঃ জাকির হোসেন (সদস্য)।
উক্ত সম্মেলনে ৩৪ সদস্য বিশিষ্ট কোনাবড়ী থানা কমিটি ঘোষনা করেন দ্বি বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি: মোঃ হোসেন আলী। পরিশেষে মহান ১৯৭১এর মুক্তিযুদ্ধ এবং ৫আগষ্ট ২০২৪এর বৈষম্য বিরোধী আন্দলোনের সকল শহিদদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে সমম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।