সৈয়দ সময় ,নেত্রকোনা :
“সংস্কৃতি হোক জাগরণের শক্তি” এই স্লোগানে
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৬ষ্ঠ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বাবু রাখাল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, নেত্রকোণা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মাসুদুর রহমান খান, সাধারণ সম্পাদক অসীত ঘোষ, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকন প্রমুখ ।
সম্মেলনের প্রথম পর্বের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা উদীচী শিল্পীর উপদেষ্টা বাবু রণেন সরকারকে তার প্রবন্ধ “শেষ বিকেলের গল্প” এর জন্য সম্মাননা প্রদান করা হয় ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উদীচীকে গণমানুষের অধিকার ও সাম্যের সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ একটি বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন হিসেবে অভিহিত করেন ।
এরপর সম্মেলনের দ্বিতীয় ধাপে সাংগঠনিক আলোচনা ও নির্বাচনে ১১ সদস্যের নির্বাচনী কমিটি পরবর্তী ২ বছরের জন্য ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন । পুনরায় সভাপতি নির্বাচিত হোন বাবু রাখাল বিশ্বাস, সাধারণ সম্পাদক নির্বাচিত হোন মহিউদ্দিন সরকার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হোন বাবু তপন চন্দ্র ভদ্র ।
সর্বশেষ উদীচী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালী, সবুজ বয়াতি, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কুশীলববৃন্দ, সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
You must be logged in to post a comment.