সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণার কেন্দুয়ায় "আয়েশা ফয়েজ মেধা অন্বেষণ বৃত্তি-২০২৪ পরীক্ষা শহীদস্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যস্ত এ প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রয়াত নন্দীত কথা সাহিত্যিক ড.হূমায়ুন আহমেদের নিজ হাতে গড়া নিজ গ্রাম কেন্দুয়া উপজেলার কুতুবপুরে স্থাপিত শহীদস্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে তাঁর প্রয়াত বাবা-মায়ের নামে এ বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার পরীক্ষা কার্যক্রম উদ্বোধন ও সার্বিক বিষয় তদারকি করেন। জানা গেছে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে
প্রথমবার আয়োজনে প্রায় বিশটি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির ২৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার বিষয় ও মানবন্টন ছিল বাংলা -১৫, ইংরেজি-৩০, গণিত-৩০, বিজ্ঞান -১৫ ও সাধারণ জ্ঞান-১০ নম্বর।
অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে দেওয়া হবে স্বারক ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, আমাদের বিদ্যাপীঠের প্রতিষ্ঠা ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন হূমায়ুন স্যারের মা। ড.হূমায়ুন স্যার মা আয়েশা ফয়েজের পরামর্শেই গ্রামের বাড়িতে শহীদস্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করে গেছেন। তাদেরকে স্বরণ ও নতুন প্রজন্মের মাঝে মেধা বিকাশের লক্ষে আমাদের এই আয়োজন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।