নিজস্ব প্রতিনিধি
আজ ৭ই জানুয়ারি মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে আলী আকসাদ ঝন্টুর সংবাদ সম্মেলন করেন। এস কে আজাদের দুর্নীতির তথ্য তুলে ধরেন। তিনি একজন দুর্নীতিবাজ দেশ ও জাতির শত্রু এই সমাজের শত্রু।
ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, হাজারো রক্তের বিনিময় দুর্নীতিবাজ নির্মূলের যে অঙ্গীকার নিয়ে স্বাধীন হয়েছে দেশ কিন্তু এস কে আজাদের মত দুর্নীতিবাজরা, ফ্যাসিবাদের দোসরা এখনো বড় একটি চেয়ার দখল করে আছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি বলে আমার বিরুদ্ধে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাকে সমাজের মানুষের কাছে ছোট ও হ্যাঁও প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
আমি দুর্নীতিবাজ এস কে আজাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও কোটে মামলা দাখিল করেছি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।
৪ঠা জানুয়ারি আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের এস কে আজাদ নামের অবসরপ্রাপ্ত খাদ্য পরিচালক সংবাদ সম্মেলন করেন আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে। পাল্টা সংবাদ সম্মেলন করেন আলী আকসাদ ঝন্টু।
ঝন্টু বলেন আমার বিরুদ্ধে এস কে আজাদের আনিতো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। তিনি উপস্থিত গণমাধ্যমকে জানান আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল উগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। তিনি অভিযোগ করেন জনাব এস কে আজাদ সরকারি কর্মকর্তা হয়ে কি কোটি কোটি টাকার সম্পদ কোথা থেকে করেন।
এলাকার বিভিন্ন লোকের অভিযোগ তার হাতে অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। আলী আকসাদঝন্টু আরও জানান ২ কোটি ৬০ লক্ষ টাকা নিয়ে আমাকে ফ্ল্যাট এবং জমি বুঝে দিচ্ছে না দীর্ঘদিন ধরে। আমি তার কাছে টাকা এবং ফ্ল্যাট চাইতে গেলে বিভিন্ন রকম হুমকি ধামকির উপর রাখে। এমত অবস্থায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি এর সুষ্ঠু সমাধান দাবি করছি।