মিথ্যার আশ্রয় নিয়ে নিয়োগ গাসিক ৩৮ নং ওয়ার্ড কাজী(নিকাহ রেজিস্টার) জামালের

গাজীপুর প্রতিনিধি :-

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডে ২০১৩ সালের ১৯ নভেম্বর নিকাহ রেজিস্টার হিসেবে নিয়োগ নেয় মোঃ জামাল হোসেন, নিয়োগের জন্য কাগজপত্রে মোঃ জামাল হোসেন, স্থায়ী ঠিকানা লিখেছেন দক্ষিণ খাইলকুর, মুন্সিবাড়ি জামে মসজিদ রোড, ওয়ার্ড নং- ৩৮, জামাল হোসেনের পিতার নাম মৃত আবীর হোসেন মোল্লা, মাতার নাম হালিমা বেগম, সরজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায় দক্ষিণ খাইলকুর, ৩৮ নং ওয়ার্ডের মুন্সিবাড়ি জামে মসজিদ রোডে মৃত আবীর হোসেন মোল্লার নামের কোন ব্যক্তির বাড়িঘর নেই, এছাড়াও তিনি যে শিক্ষা সনদ দাখিল করেছেন সেখানেও সন্দেহ রয়েছে, (কাজী) নিকাহ রেজিস্টার জামাল হোসেনের সহকারি কাজীর পরিচয় দেওয়া গোলাম আলীর কাছ থেকে জানা যায় জামাল হোসেনের স্থায়ী ঠিকানা মাগুরা জেলায়, তাতে করে নিঃসন্দেহে বোঝা যায় তিনি প্রতারণার আশ্রয় নিয়ে নিকাহ রেজিস্টার হিসাবে নিয়োগ নিয়েছেন ।


মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা) ২০০৯ এর ১০ই আগস্ট এর প্রকাশিত অতিরিক্ত গেজেটে ৮এর (গ) উল্লেখ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে হবে নিকাহ রেজিস্টার কে,১১। লাইসেন্স বাতিল বা স্থগিতকরণ।—(১) এই বিধিমালার অধীন প্রদানকৃত লাইসেন্স
অসদাচরণের জন্য অথবা আইনের ধারা ১১ তে বর্ণিত যে কোন কারণে বাতিল বা স্থগিত করা যাইবে । ব্যাখ্যা। “অসদাচরণ” বলিতে আইন বা বিধিমালার যে কোন বিধান লংঘন, একাধিক এলাকার নিকাহ্ রেজিস্ট্রার হওয়া বা যে কোন ধরনের তথ্যের মিথ্যা বর্ণনা নৈতিক স্খলনকে বুঝাইবে । (২) এই বিধিমালার অধীন প্রদানকৃত লাইসেন্স বাতিল বা স্থগিত করিবার ক্ষেত্রে, সরকার
কর্তৃক সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে, কেন তাহার বিরুদ্ধে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণ করা হইবে না, তত্মর্মে লিখিতভাবে কারণ দর্শাইবার জন্য নোটিশ প্রদান করিতে হইবে এবং উক্ত নোটিশে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের উল্লেখ থাকিতে হইবে।


(৩) কোন নোটিশ সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের সর্বশেষ জ্ঞাত ঠিকানায় রেজিস্ট্রী ডাকযোগে প্রেরিত হইলে, তাহাকে নোটিশ পাঠানো হইয়াছে বলিয়া গণ্য হইবে । (৪) উপ-বিধি (২) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত সময়-সীমার মধ্যে কোনরূপ কারণ দর্শানো না হইলে অথবা কোন কারণ দর্শানোর প্রেক্ষিতে কোন আপত্তি বা জবাব দাখিল করা হইলে, সরকার উহা পরীক্ষা-নিরীক্ষার পর, যেরূপ উপযুক্ত মনে করিবে সেরূপ আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে ।

নিকাহ রেজিস্টার বিধিমালয় আরো অনেক নিয়ম কানুন মেনে নিকাহ রেজিস্টার কে কাজ করিতে হবে,বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, আগস্ট ১০, ২০০৯,৬০৩১, ৮। প্রার্থীদের যোগ্যতা, কোন ব্যক্তি নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পাইবার যোগ্য হইবেন না, যদি না—(ক) তিনি সরকার কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা বোর্ড কর্তৃক নিবন্ধিত কোন মাদ্রাসা হইতে আলীম সার্টিফিকেটধারী না হন; (খ) তাহার বয়স কমপক্ষে একুশ এবং অনূর্ধ্ব চল্লিশ বৎসর না হয়; (গ) তিনি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা না হন।

আরো অভিযোগ রয়েছে, জামাল হোসেনের সহকারি পরিচয় দিয়ে তারই রেজিস্টার দ্বারা বিয়ের কাজ সম্পূর্ণ করেন গোলাম আলী শুধু তিনিই নয় জামাল হোসেনের অফিস সহকারি অথবা জাড়ুদার পরিচয় দানকারী আজিজ তিনিও বিবাহের কাজ সম্পন্ন করেন এই জামাল হোসেনের রেজিস্টার দ্বারা, সরকারের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা থাকলেও অতিরিক্ত লোভে জামাল হোসেন সহকারীদের দ্বারা এই কাজগুলো করে যাচ্ছেন প্রতিনিয়ত, বাল্যবিবাহ হলে মেয়েদের মৃত্যুর ঝুঁকি বাড়ে, বিভিন্ন রোগ ব্যাধিতে জড়িয়ে পড়ে, পারিবারিক কলহ বাড়ে, শিক্ষার হার কমে যায়, বাল্যবিবাহের দম্পতিদের অনাগত সন্তানের মা ও শিশু দুজনেরই নিরাপত্তা হীনতায় থাকতে হয়, অর্থলোভী এসব নর পিচাসদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে যায় কিছু অসাধু মহল,এ সমস্ত অপরাধগুলো দমনে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

Leave a Reply