স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী রেললাইন বাজার সংলগ্ন দুলাল মিয়ার মার্কেটের সামনে সরকারি পাঁকা রাস্তার উপর হতে ৬ মার্চ ২০২৪ ইং তারিখ বিকেল ৫ টায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল (৫০), পিতা-মৃত আঃ বারেক, মাতা-মৃত পিয়ারা খাতুন,সাং-পায়ব (বক্তার বাড়ী),থানা-মুরাদ নগর,জেলা-কুমিল্লা, বর্তমান সাং-কালামিয়া বাজার (জনৈক উমান এর বাসার ভাড়াটিয়া), থানা- বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেছে ।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত।এই চক্রের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । আসামীর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা আছে। ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই মোঃ সোহরাব সংগীয় অফিসার ও ফোর্সসহ পৃর্থক অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন ধলা দক্ষিনপাড়া আঃ হাই এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৬ মার্চ ২০২৪ ইং তারিখ রাত সাড়ে ১০টায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম (২৩), পিতা-মৃতঃ নুরুল হক ফজি, মাতা-হারিজা খাতুন, সাং-ধলা নামাপাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘ দিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত।এই চক্রের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । উদ্ধারকৃত ৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতার কৃত ২ আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বযকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।