মগড়া’য় প্রথম দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু

সৈয়দ সময় ,নেত্রকোনা :

নেত্রকোনা জেলা শহরের নাগড়া ও স্টেশন রোডস্থ থানা মোড় মগড়া নদীর উপর ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে স্টিল ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছে সড়ক
বিভাগ ।


নেত্রকোনা সড়ক বিভাগের উপ-বিভাগীয়
প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র জানান, জনগণের দাবির প্রেক্ষিতে নেত্রকোনা জেলা শহর সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯২ সালে নেত্রকোনা মডেল থানার সামনে মগড়া নদীর উপর একটি বেইলী ব্রীজ নির্মাণ করা হয়। কালের পরিবর্তনে বেইলী ব্রীজটি পুরোনো হওয়ায়
ব্রীজের বিভিন্ন স্থানে স্টিলের পাত ভেঙে গিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠে ।

প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েছে চলাচলকারীরা ।সেই সাথে ব্রীজটি সরু হওয়ায় একদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে,অপর দিকে যানবাহন ও পথচারী
চলাচলে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে ভগ্ন ও জরাজীর্ণ বেইলী ব্রীজের স্থানে একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণের জন্য বিভিন্ন মহল থেকে জোর দাবি করা হয়েছে।


নেত্রকোনাবাসীর দাবির প্রেক্ষিতে নেত্রকোনা সড়ক বিভাগ বেইলী ব্রীজের স্থলে একটি দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি আরো জানান , দরপত্র আহ্বান করা হলে, কনক্রিট এন্ড স্টিল টেকনোলজিস
লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই
ব্রীজ নির্মাণের কাজ পায় । ব্রীজের দৈর্ঘ্য ৫৬ মিটার আর প্রস্থ ১১.৮০ মিটার । এর ব্রীজের
বৈশিষ্ট্য হচ্ছে মগড়া নদীর দু’পাশে দুই টি পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না।


আর্চ স্টিল ব্রীজটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে তৈরি করা হবে । দেশের প্রথম ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত আর্চ স্টিল ব্রিজের পরই নেত্রকোনায় এই ব্রীজের কাজ
শুরু হয়েছে।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন জানান , ইতিমধ্যে পুরোনো বেইলী ব্রীজ ভেঙ্গে সেখানে আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছে । আশা করা হচ্ছে দুই বছরের মধ্যেই এই দৃষ্টিনন্দন ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে । ব্রীজটি নির্মিত হলে একদিকে জেলা শহরের যানজট নিরসনে ও
জনদুর্ভোগ বহুলাংশে কমে আসবে ।অপর দিকে সারা জেলার সাথে বিশেষ করে বারহাট্টা , মোহনগঞ্জ, কলমাকান্দা, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার
উন্নতি ঘটবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে ।

Leave a Reply