বিএমএসএফের সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি :-

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রতিবছরের ন্যায় আমরা এবছরও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচির মাধ্যমে আমাদের লক্ষ্য দেশের সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে যুক্ত করা এবং ১৪ দফা দাবি আদায়ে একসঙ্গে কাজ করে সামাজিক দায়বদ্ধতা মূলক একটি ইতিবাচক পরিবর্তন আনা।

সংগঠনটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আমাদের সদস্যদের জন্য আমরা ভালো কিছু করতে চাই। আমরা পেশা ও সংগঠনের মাঝে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, ঐক্য, প্রশিক্ষণ এবং গবেষণা নিয়ে কাজ করছি। সাংবাদিকদের অতীত ঐতিহ্য এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাই, এতে সকলের আন্তরিক সহযোগিতা দরকার।

বিএমএসএফের সদস্যের ডাটাবেইজের আওতায় আনার পরিকল্পনা দীর্ঘদিনের। অথচ যারা কখনও অনলাইন গুগল ফর্মটি পূরণ করেননি তাদেরকেও ফর্মটি পূরণের জন্য আহবান জানানো যাচ্ছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে সাংবাদিকতা পেশার মর্যাদা, দাবি ও অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, আরও বেশি গণমাধ্যম ও সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হলে, আমাদের উদ্যোগগুলো আরও ফলপ্রসূ হবে।

Leave a Reply