পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি :-

শিবচর মাদারীপুরের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশের অভিযানে পদ্মা নদী থেকে অবধৈভাবে বালু উত্তোলনরে সময় ড্রেজারসহ ২ জনকে আটক করা হয়েছে।


চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান জানান, ৯ জানুয়ারি আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির আওতাধীন মাদারীপুর জেলার শিবচর থানাধীন কাঠালবাড়ী ইউপিস্থ চরচান্দ্রা গ্রাম বরাবর হাজরা চ্যানেলের মুখ নামক স্থানে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ফরিদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের সঙ্গীয় উপ-পরিদর্শক মো: নাদিমুল হক নোমান সহ একটি দল এই অভিযান পরিচালনা করে।


এসময় যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ড্রেজার সহ ২ জনকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, মোঃ মজিবর ফরাজী (৫০), পিতা- মৃত- দলী ফরাজী, মাতা-মৃত-ফুলমতি মাদবর, সাং-মৌছা, ইউপি ০৯নং কুমার বোগ, পোষ্ট- কুমারপুর, থানা- পদ্মা উত্তর, জেলা-মুন্সিগঞ্জ । অপরজন হলেন মোঃ ইমান হোসেন (৩৫), পিতা-মোঃ আব্দুর সালাম বেপারী, মাতা-খোদেজা বেগম, সাং-চর ডাইয়া ইউপি ১০নং আলিমামাদ, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল ।


আটককৃতদের বিরুদ্ধে শিবচর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানা গেছে।

Leave a Reply