পটিয়ায় সংবাদ সম্মেলন অভিযোগ, হত্যার মিশনেগিয়ে গণপিটুনির শিকার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-


পরিকল্পিত হত্যা নয়, হত্যার মিশনে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে সামশুল আলম। কিন্তু পরিকল্পিত হত্যার নাটক
সাজিয়ে তার পরিবারের সঙ্গে বিরোধ আছে এমন সব পরিবারের সদস্যদের
নামে করা হয়েছে মামলা। ওই মামলায় এক কিশোরও রয়েছে।


৯ জানুয়ারি বৃহস্পতিবার
পটিয়ায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনই দাবি করেছেন।
হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ
ইউনুচের স্ত্রী আছমা আক্তার ও তার পরিবারের সদস্যরা। তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সম্মেলনে বলা হয়, গত ২১ ডিসেম্বর
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের
ভাঙাপুল এলাকায় একটি গণপিটুনির ঘটনা ঘটে।

গণপিটুনির ঘটনায় আহত
হয়ে ৩০ ডিসেম্বর মারা গেছেন সামশুল আলম। ওই ঘটনায় ১৬ জনকে আসামি করা হয়। সামশুল আলমের সঙ্গে
মোহাম্মদ ইউনুচের বিরোধ ছিল।
আসমা আক্তার সংবাদ সন্মেলন অভিযোগ করে বলেন, ভাড়াটিয়া সত্রাসী কামাল, জামাল, নোমান ৩০ ডিসেম্বর আদালত প্রাঙ্গনে তাকে হত্যার হুমকিসহ নানান ধরনের আস্ফালন করে। এর আগেও বেশ কয়েকবার হুমকি দেন।

আসমা স্বামী ইউনুস এর নিঃশর্ত মুক্তি দাবি জানান। মুলত ইউনুস আজন খানের কাছে পাহাড়ি জমি বিক্রি করায় শামসুল আলম ক্ষিপ্ত হয়ে হামলা করতে এসে গণপিটুনির শিকার হয়েছে। আমার স্বামী ইউনুস গুরুত্বর আহত হয়।

Leave a Reply