নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সৈয়দ সময় ,নেত্রকোনা

নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা শহরে অবস্থানরত চার শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

পৌর শহরের মোক্তারপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

শীতবস্ত্র বিতরণকালে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা স্মৃতিময় সময়ের প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার প্রমূখ।

Leave a Reply