গাজীপুরে যুবদল নেতা হারুনুর রশিদ এর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি :-

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা হারুনর রশীদ সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা ডায়ের করেন ছাত্র জনতার হত্যাকারী ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোষর চাঁদাবাজ মাদক স্বর্গরাজ্যের অধিকারী মতিউর রহমান মতির সহোদর ছিনতাইকারী আনোয়ার ও মজি চিশতীর গডফাদার  হানিফ মিয়া (সবুজ) এর বিরুদ্ধে।

ভুক্তভোগী হারুনুর রশিদ আরো জানান ২ রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত ১:৩০ ঘটিকার সময় ৪৬ নম্বর ওয়ার্ড হানিফ সহ কয়েকজন নেশা পান করে অকর্ত বাসায় আবোল তাবোল গালিগালাজ করে মাতলামি করে তখন হারুন সহ এলাকার কয়েকজন বাধা দেয় এবং বলে এভাবে রোডে মাতলামি করতে পারবানা তখনই হানিফ সহ কয়েকজন মার মুখি অবস্থায় হারুনদের উপরে ঝাঁপিয়ে পড়ে একপর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

বিগত সরকারের আমলে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে মতির নেতৃত্বে টঙ্গী এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি ত্রাসের রাজত্ব কায়েম করতো এই হানিফ মিয়া সবুজ ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা এখনো সন্ত্রাসী ছিনতাই মাদক কারবারি অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এর জের ধরে ৭ই জানুয়ারি একটি মামলা ডায়ের করেন সন্ত্রাসী, মাদ, ছিনতাইকারী নেতা হানিফ মিয়া ও তার সঙ্গরা।

হারুনুর রশিদ আরো জানান মাদক সেবন করে মাদক বিক্রেতা মাতলামি করছিল এবং একটি প্রাইভেটকার নিয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই করে এই সঙ্ঘবদ্ধ চক্রটি বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য মাদক ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক ও নৈরাজ্যে লিপ্ত আছে এই হানিফ গং। এলাকাবাসীর দাবি মিথ্যা মামলা প্রত্যাহার করে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আওয়ামী দোসরা অপকর্ম করে সরকার ও বিএনপি নেতাদের উপরে দোষ চাপিয়ে দিবে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর উপর এলাকাবাসীর একটাই দাবি এদের বিরুদ্ধে কঠোর হতে প্রতিহত করা হোক।

Leave a Reply