উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোর্ল্ডকাপ টুর্নামেন্টের

নিজস্ব প্রতিবেদক

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন (বালক দল) গবিন্দপুর ও নুনাইচ কাকিলা দিঘী (বালিকা) চ্যাম্পিয়ন
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোর্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।


গতকাল বুধবার উপজেলা শিক্ষা অফিস দিনাজপুর সদর এর আয়োজনে ফাইনাল খেলায় বালক দলের ক্ষুদ্র খেলোয়ারদের মধ্যে চ্যাম্পিয়ন হয় ৭নং ইউনিয়নের নুনাইচ কাকিলা দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় ৩নং ফাজিলপুর ঝানজিরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলের চ্যাম্পিয়ন হয় ৯নং আস্করপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বালকদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়ার হয় ইকতিয়ার হোসেন এবং বালিকাদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়ার হয় মনিমুক্তা। খেলা পরিচালনা করেন দিনাজপুরের বিশিষ্ট রেফারী মোঃ ওবায়দুর রহমান, সহযোগী রেফারী হিসেবে সুজিত ও ডালিম। খেলার ধারাভাষ্যকার বর্ণনা করেন এবি বিপুল রায়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, আরিফুর রহমান খান, শাহাদাত হোসেন, মোঃ সিরাজউদ্দীন ও সানজিদা শারমিন। এছাড়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, মোঃ গোলাম ফারুক, মোঃ কামরুজ্জামান, এটিএম তোফায়েল হোসেনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ টুর্নামেন্টের সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন। উল্লেখ্য, উপজেলায় যারা বিজয়ী হয়েছে। তারা আগামীতে জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য মনোনীত হবে।

Leave a Reply