গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গি পূর্ব থানা মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল কে পুলিশি হয়রানি ও মামলা থেকে অব্যাহতি সহ সকল সুযোগ সুবিধা দিবে ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত ও থাকবে তার ছত্রছায়ায় বলে লক্ষ টাকার চুক্তি হয় বিল্লালের কথিত গার্লফ্রেন্ড এর সাথে এমনই একটি কল রেকর্ড প্রতিবেদকের কাছে এসে পৌঁছে।
অনুসন্ধানে আরও জানা যায় এভাবেই লিয়াকত স্বৈরশাসক আওয়ামী লীগ এর নেতৃবৃন্দদের চাঁদাবাজ অপরাধী অপকর্মের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিজের ছত্রছায়ায় রাখেন।
এবং থানা পুলিশ, মামলা সহ সকল সুযোগ সুবিধা ও এলাকার ব্যবসা-বাণিজ্য বহাল থাকবে। এমন শর্তে আওয়ামী অপরাধীদের ছত্রছায়া দিয়ে যাচ্ছেন গাজীপুর মহানগরীর ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত।
দেশ নায়ক তারেক রহমান ও বিএনপি’র সিনিয়র নেতাদের নির্দেশ ছিল কেউ আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোনরকম যোগাযোগ রাখতে পারবে না তাহলে এই লিয়াকতের ক্ষমতার উৎস কোথায় এটাই এখন টঙ্গীর সাধারণ জনমতের প্রশ্ন।
অডিও কল রেকর্ডে আরো জানা যায় এক লক্ষ টাকা চুক্তি হয়, সেই টাকার ৬০ হাজার টাকা টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার ওসিকে দিবেন আর ৪০ হাজার টাকা তার খরচ বাবদ নেন লিয়াকত। এই এক লক্ষ টাকা সে মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল কে তার ছত্রছায়ায় থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে পুলিশ তাকে গ্রেফতার করবো না এবং বিএনপি দলীয় কোন লোক কোন প্রকার বাধা বিঘ্ন দিবেনা। এমন শর্তই ফোন রেকর্ডে শোনা যাচ্ছে মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লালের কথিত প্রেমিকা রিতুর সাথে এ চুক্তিবদ্ধ হন লিয়াকত।
এ বিষয়ে প্রতিবেদক লিয়াকত এর সাথে কথা বললে তিনি জানান অনেকই আছে এলাকার ব্যবসা বাণিজ্য করে তারা আওয়ামী লীগ করেছে তাতে কি হয়েছে তারা কি দেশে বসবাস করবে না, ব্যবসা বাণিজ্য করবো না, প্রথমে এই সমস্ত বিষয় অস্বীকার করলেও ফোন রেকর্ড শোনার পরে বলেন। টাকা পয়সার বিষয়ে আমাকে কিছু টাকা দিয়েছে এমনটা স্বীকার করলেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত। এক প্রশ্নের উত্তরে আরো বলেন, কেন্দ্রীয় নেতাদের আদেশ অমান্য করে এরকম চুক্তি করা অপরাধ এ বিষয়টি আমার ভুল হয়েছে লিয়াকত স্বীকার করলেন।