বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা কাজী ফয়েজ

প্রীতি রানী সাহা ( গাজীপুর মহানগর প্রতিনিধি)

বাংলা নতুন বছরকে স্বাগতম জানিয়েছেন কাজী ফয়েজ
আহবায়ক সদস্য, গাজীপুর মহানগর যুবদল, সাবেক সহসভাপতি,গাজীপুর মহানগর ছাত্রদল, সাবেক ছাত্র বিষয় সম্পাদক ৪৫ নং ওয়ার্ড বিএনপি ও সাবেক সভাপতি শাহী মসজিদ ইউনিট ছাত্রদল। ৪৫ নং ওয়ার্ডবাসী সহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাজী ফয়েজ।

১৪৩১ বাংলা বছরের সুখ দুঃখের স্মৃতিকে বিদায় করে আগামী ১৪৩২ বাংলা নমবর্ষে সকলকে স্বাগতম জানিয়েছেন কাজী ফয়েজ। তিনি গাজীপুর মহানগরের গরীব ও অসহায় মানুষদের মাঝে সবসময় সহযোগিতা করে থাকেন। তিনি সকলের কাছে নিজের জন্য দোয়াও প্রার্থনা করেন। তিনি বলেন “মাদককে না বলি, সুন্দর সুখের জীবন গড়ি” প্রতিপাদ্যকে নিয়ে একটি আধুনিক ও আদর্শ দেশ গড়তে আগামী বছর সকলের পাসে থেকে কাজ করার আহবান জানান কাজী ফয়েজ।নববর্ষ প্রত্যেক সুসভ্য সমাজেরই একটা বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব।

নববর্ষে আমরা প্রত্যেকে একে অপরের প্রাণে নব নব রূপে উদিত হই। তাই প্রতি বছরের ন্যায় এবছরেও নব আশায় নব প্রভাতে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের প্রতিটি দিন সকলের জীবনে নতুন আশা ও আলোর বাণী নিয়ে আসুক এবং প্রতিটি দিনই শুভ এবং মধুময় হোক এই কামনা রইল।

Leave a Reply