
ইমতিয়াজ আহম্মেদ (নওগাঁ)
গত শুক্রবার ০৪/০৪/২৫ খ্রিঃ তারিখ নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এ্যামেচার রেডিও বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ। আপদকালীন সময়ে যোগাযোগ এর একমাত্র মাধ্যম রেডিও, অনেকে সখের বসে রেডিও চর্চা করে, গবেষণা করে এবং বিশ্বব্যাপী যোগাযোগ করে। এছাড়াও মহাকাশ স্টেশনের সাথে ও ভূমি হতে যোগাযোগ করা যায় এ্যামেচার রেডিও দিয়ে।
রেডিও ব্যবহারের আইন-কানুন, নিয়ম, পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশে এ্যামেচার রেডিও নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি। বিটিআরসি নতুন অপারেটর হওয়ার জন্য পরীক্ষার আয়োজন করে। সাম্প্রতিক ২০২৫ সালের পরীক্ষার আবেদন চলমান আছে ১৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায় পাশ করার পর কলসাইন সংগ্রহ করতে হয়। এতে অংশগ্রহণ করে নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশ স্কাউট এর সদস্য, রেডক্রিসেন্ট, নগর স্বেচ্ছাসেবক (ফায়ার স্বেচ্ছাসেবক) বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।
প্রশিক্ষণ প্রদান করতে ঢাকা থেকে আসেন জনাব অনুপ কুমার ভৌমিক, কল সাইন: S21TV, সাধারণ সম্পাদক,
এ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
আরো উপস্থিত ছিলো জনাব শাহাদাৎ হোসেন, কল সাইন : S21INS, জনাব মো: রিপন আলী, কলসাইন : S21RU, জনাব মোঃ মাসুম বিল্লা, কলসাইন: S21IGP।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জনাব মোঃ রায়হান তুহিন, কল সাইন: S21SWE, নির্বাহী সদস্য,
এ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।