দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদন্ড

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

-দিনাজপুরের বিরামপুরে আজ মাদক সেবনের দায়ে দুই জন মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। প্রকাশ্যে মাদক সেবনের কারনে সামাজিক ভাবে পরিবেশ দূষিত হয়।

পাশাপাশি যুবকেরা জীবনের ঝুঁকিতে পড়ে। বিশেষ করে বাড়ন্ত যুবকেরা মাদকের প্রতি আসক্ত হয়ে যায় ফলে জাতী ও সমাজ ক্ষতির মধ্যে পড়ে। মাদক গ্রহণ একটি বদভ্যাস এর কারণে আগের তুলনায় অনেক বেশি মাদক সেবন করে থাকেন মাদক সেবনকারীরা। মাদক বিশ্ব সেবন করার ফলে দেহে বিষক্রিয়া তৈরি হয়। একপর্যায়ে মাদকাসক্ত ব্যক্তি মানসিক ভারসম্য হারিয়ে ফেলতে পারে, সাথে হারিয়ে ফেলতে পারে শারীরিক ভারসম্যও।


আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের একটি দল উপজেলার কলোনিপাড়া এলাকায় মাদকদ্রব্য সেবনের দায়ে ২জন কে আটক করেন।
তাৎক্ষণিক ভাবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করালে ঘটনাস্থলে তিনি উপস্থিত হন। মাদক সেবনকারীরা একটি নির্জন স্থানে গোপনে নেশাজাতীয় ট্যাবলেট সেবন করছিল। সকল বিষয় বিবেচনা পূর্বক রিবামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওন ২জনের নিকট
নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনকালে হাতে নাতে পেয়ে যায়।

সেই লক্ষ্যে মাদক সেবনকারী দুইজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন,কলোনিপাড়ার
কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও একই এলাকার
মোস্তাফিজুর রহমানের ছেলে কামাল পারভেজ (৪০)।

Leave a Reply