
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
মহান স্বাধীনতা যুদ্ধে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনসহ সংবাদ ও সাংবাদিকতায় শহিদ সাংবাদিক, নিহত কলম সৈনিক ও প্রয়াত গণমাধ্যম ব্যক্তিদের স্মরণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের গৌরীপুর শাখার আয়োজনে সোমবার (২৪ মার্চ/২০২৫) স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় জাতীয় ও স্থানীয় একশো ২১জন সাংবাদিকের বিশাল নামের তালিকা ও তাদের কর্মময় জীবন তুলে ধরা হয়। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সারাদেশে হামলায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন (ইত্তেফাক), সেলিনা পারভিন (শিলালিপি), শহীদুল্লাহ কায়সার (সংবাদ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক হাসান মেহেদী, শাকিল হোসাইন, আবু তাহের মো. তুরাব, জামির হাসান প্রিয়ো, প্রদীপ কুমার ভৌমিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মরণ করা হয় প্রয়াত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার (যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক), বাংলাদেশ প্রেস ইনস্টিউটের মহাপরিচালক এ বি এম মূসা, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত রণেশ মৈত্র, কলামিস্ট ও সংবাদ বিশ্লেষক গিয়াস কামাল চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, মুক্তিযুদ্ধের সংগঠক সিদ্দিক আহমেদ, দৈনিক আমার দেশের সম্পাদক আমানুল্লাহ কবীর, দৈনিক যুগান্তরের রফিকুল ইসলাম দাদু ভাই, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, দৈনিক মানব কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী, দৈনিক জাহানের সম্পাদক হাবিবুর রহমান শেখ ও তার সহধর্মিনী অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনসহ প্রয়াত ৭১জন সাংবাদিকদের জীবনী তুলে ধরা হয়।
স্মরণসভায় উত্থাপন করা হয় নিহত সাংবাদিক গোলাম মোস্তফা সারোয়ার সাগর (মাছরাঙা টিভি) ও তার স্ত্রী মেহেরুন রুনি (এটিএন বাংলা), ময়মনসিংহের স্বপন ভদ্র, দীপ্তটিভির কর্মকর্তা তানজিন জাহান ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আশিকুল ইসলাম আশিক, শাহজাদা মিয়া আজাদ (বাংলাদেশ প্রতিদিন), বুরহান উদ্দিন মুজাক্কির (বার্তাবাজার), ইহসান ইবনে রেজা ফাগুন (প্রিয় ডট কম), সুবর্ণা নদী (আনন্দভিটি), আব্দুল হাকিম শিমুল (সমকাল), মশিউর রহমান উৎস (যুগের আলো), ওয়াশিকুর রহমান বাবু (ইস্টিশন), অভিজিৎ রায় (মুক্তমনা), দেলোয়ার হোসেন (সমাচার), তালহাদ আহমেদ কবিদ (নংরসিদীর বাণী), জুনায়েদ আহমেদ (বিবিয়ানা), জামাল উদ্দিন (গ্রামের কাগজ), অনন্ত বিজয় (মুক্তমনা), ফরহাদ খা (জনতা), কামরুল হাসান চৌধুরী আলীম (সমকাল), বেলাল হোসেন দফাদার (জনবাণী), গৌতম সাহা (সমকাল), গোলাম মাহফুজ (কুমিল্লা মুক্তকন্ঠ), শেখ বেলাল উদ্দিন আহমেদ (সংগ্রাম), শহীদ আনোয়ার (এশিয়ান এক্সপ্রেস), দীপঙ্কর চক্রবর্তী (দূর্জয় বাংলা), কামাল হোসেন (আজকের কাগজ), হুমায়ুন কবীর (জন্মভূমি), মানক চন্দ্র সাহা (নিউএজ), সৈয়দ ফারুক আহমেদ (পূবালি বার্তা), হারুনুর রশিদ (পূর্বাঞ্চল), নাহার আলী (অনির্বান), শামসুর রহমান (জনকন্ঠ), মির ইলিয়াস হোসাইন (বীর দর্পণ), সাইফুল আলম মুকুল (রানার), মোহাম্মদ কামরুজ্জামান (নীল সাগর) এর কর্মজীবন তুলে ধরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের মামলার দ্রুত নিষ্পত্তি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
স্থানীয় পর্যায়ে গৌরীপুরের সাংবাদিক সুরেশ কৈরী, কাজী এম.এ মোনায়েম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আজিজুল হক, ছড়াকার আজম জহিরুল ইসলাম, মোতালিব বিন আয়েত, মজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার। বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, ঢাকা প্রতিদিনের গৌরীপুর প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান (তৃতীয়মাত্রা), মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মনিং গ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (বাংলার নেত্র), মোখলেছুর রহমান (সংগ্রাম), মোখলেছুর রহমান (গৌরীপুর প্রতিদিন), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), তাসাদদুল করিম (বাহাদুর), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত), গৌরীপুর হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।
এছাড়াও আলোচনা অনুষ্ঠানে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের বিরুদ্ধে সকল কলমসৈনিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা এবং রাষ্ট্রের নিকট দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।