
সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম” এর পাহারাদার জয়নাল উদ্দিন-কে খুনসহ গরু ডাকাতি মামলায় ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক এবং ডাকাতি সংঘটনের সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের দূর্ধর্ষ ০৫ (পাঁচ) জন ডাকাত গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায় ,
নেত্রকোণা জেলার দূর্গাপুর থানাধীন “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম” এর পাহারাদার জয়নাল উদ্দিন-কে খুন করে উক্ত ফার্ম হতে ০৭ (সাত) টি গরু ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাদী মোঃ জালাল উদ্দিন এর অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুর থানায় একটি খুনসহ ডাকাতি মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ইং ১০/০৩/২০২৫ তারিখে ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ০৩ (তিন) জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
এরই ধারাবাহিকতায় ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং এই মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। শ্রী কৃষ্ণ দাস (৪২), ২। মোঃ মিন্টু মিয়া (৩২), ৩। মোঃ হুকুম আলী (৫৭), ৪। ফজলু মিয়া (৪৫), ৫। মোঃ ইউনুস আলী (৪৫)’কে গ্রেফতার করা হয় । তাদের হেফাজত হতে মামলার ডাকাতি কাজে ব্যবহৃত ০১ (এক) টি ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো-ন ২০-৩৩৯৩ ও ঘটনায় ব্যবহৃত গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুড়ি, রেঞ্চ এবং বেশ কিছু স্ক্রু ড্রাইভারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
মামলার অপর আসামীদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।