
সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২৩ মার্চ সকাল ১২ টায় সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ছে।
এ সময় লিখিত বক্তব্যে মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার দাবি করেন, ঘটনার দিন ১৯ মার্চ (শনিবার) এম এ আজিজ চটগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিয়াল হোসেন কুটুম , রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান, হারামিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নিজামুদ্দিন, সন্দ্বীপ উপজেলা যুবদল নেতা জাবেদ, মুসাপুর যুবদলের যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন, যুবদল নেতা আরিফ, জুয়েল ও পৌরসভা যুবদলের নেতা রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ইব্রাহিম, যুবনেতা সাগর ও পাবেল।
প্রসঙ্গত,সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ এর বিরুদ্ধে গতকাল ২২ মার্চ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের বরাতে বেশ কিছু মিডিয়ায় এমএ আজিজ কে অভিযুক্ত করে সংবাদ পরিবেশন করা হয়।