গাজীপুরে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

আজ রবিবার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা শাপলা ম্যনশন ৪র্থ তলা গ্রীনভিউ চাইনিজ এন্ড রেস্তোরাঁয় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গাঁজার মুসলমানদের উপরে বর্বর হত্যাকাণ্ডে শিশু হত্যার ও মুসলিমদের উপরে নির্যাতনের বিরুদ্ধে ও তাদের নিরাপত্তায় জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি গাজী মামুনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলির সদস্য তাহমিনা।

গাঁজাবাসীদের নিরাপত্তায় দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে বলেন অবিলম্বে গাঁজাবাসীদের সর্বচ্চো নিরাপত্তা নিশ্চিত করে তাদের উপরে বর্বরোচিত হত্যাকান্ড বন্ধ করতে হবে, গাঁজার মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এসময়ে আরো উপস্থিত ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শামসুদ্দিন জুয়েল, সহ-সভাপতি রেজাউল করিম রাজিব, প্রচার সম্পাদক খোকা আমিন, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, সদস্য আব্দুর রাজ্জাক রাজু, মোঃ নুরুল হক, জুলফিকার আলী জুয়েল, টিটোন কুমার ঘোষ, মিজানুর রহমান, সোলায়মান হোসেন রাজু,
এসময় আরো উপস্থিত ছিলেন গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ, প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন, রেজাউল করিম মজুমদার, শাহিন, দৈনিক ভোরের আলো স্টাফ রিপোর্টার তাইসিন আহমেদ রোহান।

Leave a Reply