
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৫ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজন অনুসারে দিনাজপুর জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ০১ (এক) জন, এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ০১ (এক) জন, কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে ০১ (এক) জনকে পদোন্নতি পাওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
পুলিশ সুপার মহোদয় র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় এসব পুলিশ সদস্যদের নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে জনগণকে সর্বোচ্চ সেবা দানের দিক-নিদের্শনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), দিনাজপুর ।