
মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে টঙ্গী জোনের হলরুমে এই সভার আয়োজন করে গাজীপুর সিটি কর্পোরেশন।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাসিক প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে নগরীর অতীত ও বর্তমান সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আলোচনার মূল বিষয় বস্তু ছিল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, রেলগেট ফ্লাইওভার নির্মাণ, ফুটপাতে হকার মুক্তকরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, রাস্তার বৈদ্যুতিক লাইট স্থাপন, সরকারি নিয়োগে রাজনৈতিক প্রভাব, সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির সমস্যা, কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও জবাবদিহিতা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গাসিক প্রশাসক বলেন, “গাজীপুর সিটির উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।” আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হিমশিম খাচ্ছি। আমাদেরকে আপনারা আন্তরিক সহযোগিতা করবেন।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।