
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাট জেলার গোয়েন্দা সাখার বিশেষ অভিযান চালিয়ে । একটি পাজেরো জিপ গাড়ী যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ঘ ০২-২৪০৮ এর পিছনে ডিকিতে (ব্যাকডালার সম্মুখে গ্যাস সিলিন্ডারের নিচে) বিশেষ কায়দায় তৈরিকৃত একটি কাঠের বক্সের ভিতরে রক্ষীত ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার করেন ডিবি পুলিশ।
জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এর সার্বিক দিক নির্দেশনায়, গোয়েন্দা শাখর অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের নেতৃত্বে এসআই ইব্রাহীম হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের, রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম (৩৫),এর মুদির দোকানের অনুমান ০৫ গজ দক্ষিনে কাকিনা টু রংপুর গামী পাকা রাস্তার উপর হইতে ৫১বোতল ফেনসিডিল ও একটি পাজেরো জিপ গাড়ীসহ দুই জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন আব্দুস সালাম (৩০), কালীগঞ্জ উপজেলার ৭নং চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আব্দুস ছাত্তারের, ছেলে। হাবিবুর রহমান হাবিব (৩৮), আদিতমারী উপজেলার ৩নং কমলাবাড়ি ইউনিয়ন ২নং ওয়ার্ডের বড় কমলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন,ছেলে।উভয়ের জেলা লালমনিরহাট। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের, রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৫১বোতল ফেনসিডিল ও একটি পাজেরো জিপ গাড়ীসহ দুই জনকে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার পুলিশ।