আলহামদুলিল্লাহ, অভিযাত্রিক Ovijatrik রমাদ্বান ফুড প্যাকেজ – ২০২৫ এর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আলহামদুলিল্লাহ, অভিযাত্রিক Ovijatrik রমাদ্বান ফুড প্যাকেজ – ২০২৫ এর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সর্বমোট ২৬ লক্ষ ১০ হাজার টাকা সমমূল্যের প্রায় ৩৪ টন খাদ্য সামগ্রী রমাদ্বানের পূর্বেই পৌঁছে দেওয়ার নিয়াতে বিতরণ কার্যক্রম শুরু করেছি আমরা।

দ্বীনদ্বার অভাবি পরিবারগুলিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে পরিবারের সিয়াম পালনকারী সদস্যের ভিত্তিতে ছোট ও বড় প্যাকেজ করা হচ্ছে। তালিকায় স্থান পেয়েছে ইয়াতীম বিধবা, প্রতিবন্ধী, মাসজিদের ইমাম মুয়াজ্জিন, নওমুসলিম ও দিনমজুর পরিবার।

বিতরণ কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য বিবরণী জানানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবার দান কে কবুল করুন। পবিত্র রমাদ্বান মাসে সবাইকে সুস্থ শরীরে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমীন।

আমাদের কার্যক্রম শেয়ার করার পাশাপাশি দুয়া রাখবেন অভিযাত্রিকের জন্য। আমরা যেনো আল্লাহর সন্তুষ্টির নিয়াতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি….

অভিযাত্রিকহাসিমুখেরখোজে_অভিযাত্রা

Leave a Reply