দুমকির লেবুখালীতে, বখাটের হামলায় নারীসহ আহত-৩


দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে, বাড়ীর সামনে আড্ডাবাজির প্রতিবাদ করায় নারীসহ এক পরিবারের ৩জনকে পিটিয়ে আহত করেছে সংঘবদ্ধ বখাটেচক্র। বুধবার দুপুরে উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।


স্থানীয় ও আহতের সূত্রে জানাযায়, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকার সর্বজন পরিচিত প্রবীণ ব্যক্তিত্ব আবদুল মতিন (সবুজ) মোল্লার বাড়ির সামনে জনৈক ছালাম শরীফের ছেলে ইছা শরীফ (১৯)ও নিরব(২৫) শরীফের নেতৃত্বে ১০/১২জন নেশাসক্ত বখাটে যুবক নিয়মিত আড্ডাবাজি, স্কুল শিক্ষার্থীদের উত্যক্তসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।

এতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইছা শরীফ ও নিরবের নেতৃত্ব ১০/১৫জনের একটি বখাটে বাহিনী ওই বাড়িতে ঢুকে গৃহকর্তা আবদুল মতিন সবুজ মোল্লা(৭১) তার স্ত্রী ও ছেলে এমবিবিএস ডাক্তারকে এলোপাথারী মারধর করে ও আসবাবপত্র ভাংচুর করে দ্রুত চলে যায়। এব্যাপারে আবদুল মতিন সবুজ মোল্লা উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান ও যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপণ শরীফের হস্তক্ষেপে আইনের আশ্রয় না নিয়ে স্থানীয় শালিস বিচারের অপেক্ষায় রয়েছেন।


উল্লেখ্য, হামলাকারী বখাটেরা স্থানীয় যুব ও ছাত্রদলের কর্মী সমর্থক হওয়ায় ইচ্ছাসত্যেও আইনগত পদক্ষেপ গ্রহনে সাহস পাচ্ছেন না।।#

Leave a Reply